
Google New Rules And Guidelines For Personal Loan Apps: গুগল (Google) তাদের গুগল প্লে (Google Play) অ্যাপের ক্ষেত্রে চালু করেছে নতুন ডেভেলপার পলিসি। গুগলের তরফে জানানো হয়েছে যে ভারতে বিভিন্ন ধরনের পার্সোনাল লোনের অ্যাপকে অ্যাডিশনাল প্রুফ সহ সমস্ত নিয়মাবলী পূরণ করতে হবে। গুগলের এই নতুন আপডেটেড পলিসি চালু করা হবে ১১ মে থেকে।
সম্প্রতি বেশ কিছু পার্সোনাল লোনের অ্যাপ গ্রাহকদের বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে তাদের ক্ষতি করার চেষ্টা করছে। গুগল তাদের গুগল প্লে অ্যাপের ক্ষেত্রে যে নতুন ডেভেলপার পলিসি চালু করছে, এর ফলে বিভিন্ন ধরনের পার্সোনাল লোনের অ্যাপ বিভিন্ন ধরনের লোনের নাম করে ইউজারদের ক্ষতি করতে পারবে না। জানা গিয়েছে যে, গুগল তাদের গুগল প্লে অ্যাপের নতুন এই আপডেটেড পলিসি চালু করেছে ভারত, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনে। এর ফলে গুগল প্লে অ্যাপে খুব সহজেই আর খোলা যাবে না পার্সোনাল লোনের অ্যাপ।